-->

ফিচার: মৃত সাগর বা ডেড সি


 নুজহাত‌ হাসিন অংকন,ঠাকুরগাঁও:



https://scontent.fdac1-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/40141394_287773158704666_3342489720369184768_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeEa3Z6fjnmIQJjJ-6NnI077QLZgJnP_7oEOlSdp6JWh2NVU7ADhWjhl83zf7bejMl_QKBrIDVnl7cBQK2D9FWdqqCYEWC8uQiQluL511YiQyA&oh=1cd019d971a072837778ec4d9fa9aaf3&oe=5BEECDAA

পানিতে কোন কিছু ছাড়া ভেসে থাকা যায় বলা হলে অবাক হওয়ারই কথা। 
তবে অবাক হলেও 'ডেড সি' বা 'মৃত সাগরে' ভেসে থাকা সম্ভব।ভেসে থাকার কোন রকম চেষ্টা ছাড়াই এখানে ভেসে থাকা যায় উচ্চ প্লবতার কারণে।ডেড সি কোন সমুদ্র নয় এটি একটি লবন-পানির হ্রদ. 
পৃথিবী সবচেয়ে লবণাক্ত জলাশয় গুলোর মধ্যে এটি একটি।ডেড সি এর গভীরতা ৪২০ মিটার (১ হাজার ৩৭৮ ফুট) যা পৃথিবীর গভির তম হাইপারস্যালাইন লেক।
 https://www.book2jordan.com/wp-content/uploads/2017/11/Dead-Sea-Swimming.jpg
 এর লবণাক্ততার পরিমাণ সাগরের চেয়ে ৮.৬ গুণ বেশি।অতিরিক্ত লবণ থাকার কারণে এখনে কোন মাছ,জলজপ্রাণি এমকি উদ্ভিদ বসবাস করতে পারে না।
তবে কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের অনুজীব রয়েছে এখানে।আর 'ডেড সি' এর লবণ আমাদের খাওয়ার লবণের মতো একদমই না।আমাদের খাবারের লবণের তুলনায় এই লবণ অনেক তেতো।

এখানকার পানি পান না করার চেষ্টা করাই ভালো,কারণ তাতে ল্যারিংক্স ফুলে গিয়ে নিশ্বাস আটকে যাওয়ার সম্ভাবনা আছে।
ফিচার: মৃত সাগর বা ডেড সি ফিচার: মৃত সাগর বা ডেড সি Reviewed by সম্পাদক on সোমবার, আগস্ট ২৭, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.