-->

কুরবানির ঈদ




 তাসনিম মাহবুব,(রংপুর):

আকাশের ভাজে ভাজে নেমেছে খুশির 
আলো, 
 নতুন চাঁদের আলোয় ভেসেছে পৃথিবী এসেছে ঈদের খুশির ঝলক।
 মেতেছে সবাই সেই আনন্দে,
 ঈদের খুশির সুবাস ছড়িয়েছে সবার
 প্রাণে। 
নতুন জামা কিংবা জুতা নয়, 
এই নতুন চাঁদ এনেছে কুরবানির ঈদের
 পয়গাম
 গরু ছাগল কিংবা নতুন পশু কেনার
 ধুম পড়েছে
 কেউ বা কিনেছে কুরবানির তরে
 কেউ বা কিনেছে অর্থের দম্ভ ভরে। 
কিন্তু পেরেছে কি পশুর সাথে
 নিজের অন্তর মাঝারের পশুরে কুরবানি দিতে?
 মাংস কিংবা পোলাওর সুবাসে 
ভরিয়েছে, 
নিজের উদর কিংবা ফ্রিজে ভরেছে 
মাংসের স্তুপ।
 কিন্তু রাস্তার সেই শিশুটা আজও
 বসে আছে, 
আবর্জনা বলে ফেলা দেয়া মাংসগুলোর 
জন্য যা তার কাছে 
পরম অন্ন,
 সেই অন্নের জন্য।।
কুরবানির ঈদ কুরবানির ঈদ Reviewed by সম্পাদক on সোমবার, আগস্ট ২৭, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.