(নুজহাত হাসিন অংকন)
ভাই-বোন!শব্দ দুইটা যেন একে অপরের সম্পূরক।একটি ছাড়া আরেকটি যেন পূর্ণতা পায় না।ভাই-বোন একই বাড়িতে থাকে,নিত্যদিনে একে অপরের সাথে ঝগড়া-বিবাদ হওয়াটা অস্বাভাবিক কিছু না।আবার মাঝে মধ্যে সারাদিনে এক-দুইটি বাক্যেও বিনিময় হয় না একে অপরের মধ্যে। কিন্তু,বোন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে,সঙ্গে সঙ্গে ভাই তার ভালোবাসার হাত বাড়িয়ে দেয়,নির্ভরতার হাত বাড়িয়ে দেয় বোনের দিকে।বড় বা ছোট যাই হোক না কেন বোনকে নিয়ে কেউ কোন নেতিবাচক কথা বললে,অমনি ভাই হয়ে উঠে প্রতিরক্ষার ঢাল।কোন খারাপ কিছু বোনকে ছুঁতে দিবে না ভাই।
একই রকম বোনের ক্ষেত্রেও।ভাইয়ে
ভাই বোনের সম্পর্ক যেমন......
Reviewed by সম্পাদক
on
সোমবার, আগস্ট ১৩, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: