-->

ভাই বোনের সম্পর্ক যেমন......


(নুজহাত হাসিন অংকন)
ভাই-বোন!শব্দ দুইটা যেন একে অপরের সম্পূরক।একটি ছাড়া আরেকটি যেন পূর্ণতা পায় না।
ভাই-বোন একই বাড়িতে থাকে,নিত্যদিনে একে অপরের সাথে ঝগড়া-বিবাদ হওয়াটা অস্বাভাবিক কিছু না।আবার মাঝে মধ্যে সারাদিনে এক-দুইটি বাক্যেও বিনিময় হয় না একে অপরের মধ্যে। কিন্তু,বোন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে,সঙ্গে সঙ্গে ভাই তার ভালোবাসার হাত বাড়িয়ে দেয়,নির্ভরতার হাত বাড়িয়ে দেয় বোনের দিকে।বড় বা ছোট যাই হোক না কেন বোনকে নিয়ে কেউ কোন নেতিবাচক কথা বললে,অমনি ভাই হয়ে উঠে প্রতিরক্ষার ঢাল।কোন খারাপ কিছু বোনকে ছুঁতে দিবে না ভাই।
একই রকম বোনের ক্ষেত্রেও।ভাইয়ের জ্বরে সারা রাত ভাইয়ের মাথার কাছে বসে থাকে বোন।ভাইয়ের কৃত্রিম রাগ,"আহা যা তো।বসে থাকতে লাগবে না।তেমন কিছু হয় নি আমার!"মুখে যাই বলুক ভাই বোনের ভালোবাসায় ঠিকই দ্রবীভূত হয়।ভাইয়ের বিপদেও বোন বসে থাকতে পারে না।যদি শুনে ভাই অমুক বিপদে পড়েছে অমনিই বোন ভাইকে বিপদের হাত থেকে রক্ষা করতে দৌড়ে এসে পড়ে।
ভাই বোনের সম্পর্ক যেমন...... ভাই বোনের সম্পর্ক যেমন...... Reviewed by সম্পাদক on সোমবার, আগস্ট ১৩, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.