তাসনিম মাহবুব,(রংপুর):
বাবা কেবল একটি শব্দ নয় বরং এই একটি শব্দের মাঝের হাজারো অর্থ হাজারো বাক্য হাজারো উপমার বহিপ্রকাশ।বাবা শব্দটি শুনলেই ভেসে আসে একটি মুখের প্রতিচ্ছবি যে ছবি হাজারো কথার প্রকাশ করে।বাবা মানেই সেই লোকটি যার হাত ধরেই শুরু হয় শৈশবের পথচলা।যার হাতের ছোঁয়ায় নরম কচি পা দুটো দাঁড়াতে শেখে, হাটতে শেখে।বাবা হচ্ছে সেই বটবৃক্ষ যা আজীবন মাথার উপর ছায়া হয়ে থাকে।এমন ছায়া যা সকল বিপদ ঝড়ের ঝাপটা থেকে সন্তানকে রক্ষা করে চলে।অনেকের কাছেই বাবা হচ্ছে রাগী এক ব্যক্তি তবে সেই রাগ বাইরের আবরণ মাত্র এই রাগকে ছাড়িয়ে তার অন্তরে লুকিয়ে থাকে অকৃত্তিম ভালোবাসা আর স্নেহের পরশ।মা যেমন দশ মাস সন্তানকে ধারণ করে গর্ভে তেমনি প্রতিটি পিতাও নিজের মাঝে পিতৃত্বের বিকাশ ঘটায় সেই দশ মাসে যা পরিপূর্ণতা পায় সন্তান ধরায় আসার পর।
আমার কাছে বাবা হচ্ছে একজন বন্ধুর মতো একজন মেঘের মতো যা সর্বদাই আমার জীবন নামের আকাশে বিরাজমান।আমার বাবা সম্পর্কে যদি বলতে হয় তবে বলবো আমি সত্যিই ভাগ্যবান যে এমন বাবা পেয়েছি যে আমার জন্য নিজের সব শখ বিসর্জন দিয়েছেন। আমি আজ যতটা পথ পাড়ি দিয়েছি সব তার জন্য।আমার বাবা আমায় শিখিয়েছিলো নিজের স্বপ্ন গুলোকে পাখা মেলতে দিতে।আমি কখনো ভাবিও নি শহরে পড়বো তাও রংপুর জিলা স্কুলের মতো বিদ্যালয়ে।কিন্তু পড়তে পেড়েছিলাম কারণ আমার বাবা।সেই রংপুর থেকে ২০ কিমি দূরের একটি গ্রাম থেকে তিনি আমায় এনেছিলেন প্রতিদিন শুধু আমার ভবিষ্যৎ এর জন্য।প্রতিদিন সকালে তিনি আমায় নিয়ে আসতেন গ্রাম থেকে। ঝড় বৃষ্টি শীতের প্রবাহ সব নিজের উপর নিয়েছেন শুধু আমার জন্য।কখনো আমায় কষ্ট পেতে দেন নি।সেই ভোরে উঠে নিয়ে আসতেন রোদ জল উপেক্ষা করেই।নিজের সুখগুলো বিসর্জন দিয়েছেন শুধু আমার জন্য।এমন দিন গেছে যে সামান্য একশ টাকার জন্য তিনি মানুষের পরীক্ষার ডিউটি করেছেন যাতে আমার কষ্ট না হয়।এই আমার বাবা যিনি আমায় সবটুকু দিয়ে গড়েছেন।হ্যাঁ এবার মাধ্যমিক দেয়ার পর কিছুটা মতবিরোধ হয়েছে, আমি নিজের ইচ্ছেয় মানবিকে গিয়েছি।বাবা হয়তো এটা মানতে পারে নি।তবে বাবা বিশ্বাস করো নদী যেমন একধারায় না গিয়ে শত ধারায় বিভক্ত হলে সুন্দর লাগে তেমনি আমিও এই নতুন ধারায় নিজেকে উচ্ছল করে তুলবো।খালি তো দুই বছর তারপর দেখো এক নতুন প্রভাত আসবে বাবা যে প্রভাতের সূর্য হবো আমি আর,সেদিন আমায় আলোয় উজ্জ্বলিত হয়ে উঠবে তুমি।কথা দিলাম বাবা।আর সত্যি বলতে বাবা,জলের ধারা যেমন অনন্ত তেমনি তুমিও আমার কাছে অবিরাম ভালোবাসার ব্যক্তি যা প্রকাশ করতে পারবো না।সত্যিই ভালোবাসি তোমায়।
বাবা
Reviewed by সম্পাদক
on
রবিবার, জুলাই ২২, ২০১৮
Rating: