-->

শিক্ষা



তাসনিম মাহবুব , (রংপুর):
শিক্ষা বদলায় সমাজ,আর একজন শিক্ষিত মানুষ পারে একটি পশ্চাৎপদ জাতিকে আলোর পথে নিয়ে আসতে।বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলেই তাই,এই একবিংশ শতাব্দীতে শিক্ষার বিকল্প নেই।কারণ শিক্ষাই একমাত্র অস্ত্র যা একটি জাতিকে আলো দান করে।আমাদের বাংলাদেশেও বর্তমানে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।কিন্তু আদৌ কি সবাই সেই শিক্ষা পাচ্ছে?যদি একটু মনোযোগ দেয়া যায় তবে দেখা যাবে এখনো অনেকেই শিক্ষার আলো থেকে বঞ্চিত।যদি আমরা গ্রামের দিকে না তাকিয়ে শহরের চাকচিক্যময় পরিবেশের দিকে তাকাই তবে হয়তো মনে হবে এখানে সবাই শিক্ষার সুযোগ পাচ্ছে।কিন্তু আদতে তা নয় শহরেও অনেক শিশু আজো শিক্ষার সুযোগ হতে বঞ্চিত।
আমাদের রংপুরে শহরেও এমন অনেক জায়গা আছে যেখানে এমন শিশুকেই দেখা যাবে যারা আজও বিদ্যালয় যেতে পারে নি।কিন্তু কেনো?দারিদ্র্যতার প্রলেপ না কি সমাজের অবহেলা।রংপুরে আলো ঝলমল রূপের বাইরে আসার চেষ্টা করলেই এই শিশুদের দেখা যায়।শহরের জাহাজ কোম্পানী মার্কেটের মোড়ে প্রধান সড়কেই এই শিশুদের দেখা যায়।এরা প্রধানত রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকদের কাছে থেকে টাকা ভিক্ষে করে, ভিক্ষে বলাও ভুল হাত পা জড়িয়ে একরকম জোড় করেই আদায় করে।এদের অধিকাংশের বয়স ৫ থেকে ৯ বছর।যে বয়স টা এদের পড়ার বয়স সেই বয়সে হাতে বই খাতা না তুলে এরা ভিক্ষে করছে।অথচ এই শিশুরাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম।এরাই যদি শিক্ষার আলো না পায় তবে দেশ অগ্রসর হবে কিভাবে? আমাদের কি কোনো দায় নেই এদের প্রতি।অনেক কিছুই লেখা হয় রংপুর সম্বন্ধে কিন্তু এই শিশুদের সম্পর্কে কজন লেখে?আমাদের একটু আন্তরিক প্রচেষ্টা পারে এদের শিক্ষার পথে আনতে।শুধু এদের নয় শহরের বোথলাপাড়া,সরকারি কলেজের সড়কের ধারের বস্তি স্টেশন রোড এগুলো জায়গাতেও এমন শিশু রয়েছে যারা আজও পায় নি বিদ্যালয় এর ঘণ্টা শুনতে!আমরা কি পারি না তাদের শিক্ষার পথে আনতে।আমাদের একটু সাহায্যদান এই শিশুদের আলোর পথে আনতে পারে।হয়তো এদের মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যৎ এর জয়নুল আবেদীন রবীন্দ্রনাথ নজরুল বা বড় কোনো ব্যক্তি।
    বলা হয়ে থাকে সুযোগ পেলে কাচ অনেক ক্ষেত্রে হীরা হয়ে ওঠে।আপাত দৃষ্টিতে এদের কাচ মনে হলেও শিক্ষার মাধ্যমে এদের আলোয় পরিণত করা সম্ভব।এ ব্যাপারে শুধু সরকার নয় ব্যক্তিগত ভাবে প্রত্যেকের এগিয়ে আসা উচিত।তবেই হয়তো এদের মাঝেও জ্ঞানের বিকাশ হবে।
    শিক্ষা শিক্ষা Reviewed by Md. Ahosan Habib Maruf on সোমবার, জুলাই ০৯, ২০১৮ Rating: 5
    Blogger দ্বারা পরিচালিত.