-->

বৃষ্টিস্নাত বিকেলবেলায় ছোটাছুটি ৷



 নুঝহাত হাসিন অংকন,(ঠাকুরগাঁও):

 বিগত কয়েকদিন যাবত যেই তাপমাত্রা তাতে ফ্যানের নিচে থেকেও ঘামাটা অস্বাভাবিক কিছু না।
তেমনে আজকেও তার ব্যতিক্রম ঘটে নি।সূর্যিমামা তার কাজে বিনা অলসতার সাথে তাপ দিয়েই যাচ্ছেন।আজ তো ছুটির দিন।কিন্তু যে রোদ উঠছে!তাই বলে কি খেলবো না?তা কি করে হয় ছুটির দিন পাওয়ার পর এইভাবে ত হারালে চলবে না।তাই বিকাল হতেই তাড়াঘুড়ো করে চলে আসলাম মাঠে।টিম ভাগাভাগি করে শুরু করে দিলুম খেলা।সারা দিনের এই মাথা ফাটা রোদের তাপে যখন জীবন অতিষ্ঠ তখন খেলতে খেলতে একটু বাতাস মন ঠাণ্ডা করে দেয়,হুট করে টপটপ করে বৃষ্টি যেন এক আনন্দের বন্যা এনে দেয়।আরো যখন খেলাটা ফুটবল তখন তো আর কোন কথাই নেই।মাঠের একপাশ থেকে অন্যপাশ খালি দৌড়াদৌড়ি।বল পায়ে থাক অথবা নাই থাক।আবার ইচ্ছা করেই পিছলে পরে যাওয়ার অনুভূতি তারপর গোল দেওয়ার পর সবাই জমে থাকা পানিতে শুয়ে পড়া,এইসব স্মৃতি কি ভুলা যায়?কেউ বা ভুলতে চায়!
বৃষ্টিস্নাত বিকেলবেলায় ছোটাছুটি ৷ বৃষ্টিস্নাত বিকেলবেলায় ছোটাছুটি ৷ Reviewed by সম্পাদক on শুক্রবার, জুলাই ২০, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.