ঈশা আল মাহিয়ান,(রংপুর):
শিক্ষাই জাতির মেরুদণ্ড।শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে। আর বর্তমান পথ চলতে হলে শিক্ষার বিকল্প নেই।একটি দেশের শিক্ষা ততটা উন্নত যতটা উন্নত সেই দেশের শিক্ষা ব্যবস্থা। সেই দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ততটা উন্নত নয়।আমি একে উন্নত নয় বলব তার কারণ এ দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বিজ্ঞের মতবিরোধ রয়েছে।আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থার দুটি দিক রয়েছে। একটি হলো ইতিবাচক, অন্যটি নেতিবাচক। এই নেতিবাচক দিকগুলোকে সরিয়ে দিতে পারলেই আমাদের শিক্ষাব্যবস্থা উন্নত হবে বলে আমি মনে করি।আমাদের দেশের শিক্ষাব্যবস্থার ইতিবাচক দিক গুলো যেমন : এদেশের প্রায় সকল শিক্ষার্থী বছরের প্রথম দিনই তাদের হাতে নতুন বই পাচ্ছে।আমাদের দেশে প্রতিবছরই পাশের হার বাড়ছে।মাধ্যমিক,উচ্চমাধ্যমিক এর বইগুলোর উন্নতি হচ্ছে ইত্যাদি।আর অন্যদিকে নেতিবাচক দিকগুলো যেমন: প্রতিবছরই আমাদের দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে।এটি অবশ্য কিছু অসাধু ব্যেক্তির কারণেই হচ্ছে।কিন্তু এটি আমাদের শিক্ষাব্যবস্থা ঠেকাতে পারছে না।এছাড়াও ক্রুটি যুক্ত বই আমাদের শিক্ষাব্যবস্থার নেতিবাচকতার কারণ। এছাড়াও আমাদের দেশের অনেক মানুষ এখন অশিক্ষিত। অনেক শিশু আজও শিক্ষার আলো দেখছে না।আমাদের দেশের অনেক জায়গায় এখন শিক্ষার আলো পৌছায়ই নি ইত্যাদি। তাই আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কর্মীদের উচিত এই দিকগুলোর প্রতি দৃষ্টি দেওয়া।এবং তাহলেই আমাদের দেশের শিক্ষাব্যবস্থা উন্নত হবে বলে আমি মনে করি।
শিক্ষা ব্যবস্থা৷
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, জুলাই ১৯, ২০১৮
Rating: