-->

বিশ্বকাপ ফুটবল এবং বাংলাদেশ

তাসনিম মাহবুব,(রংপুর):

একবার এক শিশুকে প্রশ্ন করা হয়েছিলো বলো তো কোথায় সবচেয়ে বেশি খেলা হয়?তখন ছিলো বিশ্বকাপের খেলা তাই শিশুটি উত্তর দিয়েছিলো যথারীতি বিশ্বকাপ ফুটবলে।আসলেই তাই, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ার আসর হচ্ছে এই বিশ্বকাপ ফুটবল।
 ফুটবল নিয়ে মানুষের উত্তেজনা উৎসাহ অনেক আগে থেকেই চলছে।সেই উদ্দীপনাকে আরো বৃদ্ধি করে দেয় বিশ্বকাপ ফুটবল। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া মাত্র ৬ টি দল নিয়ে ক্ষুদ্র বিশ্বকাপ আজ বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য সবচেয়ে অপেক্ষা আর আনন্দের উপলক্ষ।সেই ১৯৩০ সালে শুরু এরপরে থেকে এর পরিধি যেমন বেড়েছে তেমনি বেড়েছে একে ঘিরে মানুষের কর্মকাণ্ড তেমনি বেড়েছে এর পরিধি ছয়টি দলের পরিবর্তে ৩২ টি দল এখন খেলছে।তাই তো একে বলা হয় "The biggest show in the earth"। 

আসলেই তাই অর্থ উত্তেজনা আনন্দ অশ্রু সবদিক থেকেই এটি সবথেকে বড় আসর।বিশ্বকাপ শুধু একটি ক্রীড়ার আসর নয় এর সাথে জড়িয়ে থাকে হাজারো ভক্তের আনন্দের অশ্রু আবার পরাজয়ের বেদনা।
বাংলাদেশের ভক্তরাও ব্যতিক্রম নয়।বিশ্বকাপ ফুটবল যেনো একটি উৎসব বয়ে আনে বাংলাদেশে।অলিতে গলিতে ছড়িয়ে পড়ে এর রেশ।তরুণ বৃদ্ধ আবাল বনিতা সবাইকে স্পর্শ করে সেই রেশ।তরুণদের মাঝে প্রতিযোগিতা চলে কে কতো বড় পতাকা লাগাতে পারে কতগুলো জার্সি কিনতে পারে।অনেক ভক্ত তো নিজের প্রিয় দলের জন্য নিজ জায়গা জমি বিক্রি করে পতাকা বানায়। তবে কিছু দুঃখকর বিষয় ঘটে অনেক ক্ষেত্রে পতাকা লাগাতে গিয়ে দুর্ঘটনা ঘটে৷ আবার দুই দলের সমর্থকদের মাঝে ঝগড়া বিবাদ হয় যা মারামারিতেও রূপ নেয়।
এই সব অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদে যে জিনিষটি সবচেয়ে নিজের বিবেককে নাড়া দেয় তা হলো তা হলো আজ এতো বছর ধরে শুধু বাইরের দেশের পতাকাগুলো উড়ছে কিন্তু বাংলাদেশ আজও বিশ্বকাপের চৌহদ্দি পেরোতে পারলো না।অথচ এক সময় এই বাংলাদেশের ফুটবল ছিলো সমৃদ্ধ ১৯৯৩ সালে বর্তমান ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার অবস্থান ছিলো ১১৯ আর সেখানে বাংলাদেশের ১১৬। শুধু তাই নয় বিশ্বকাপ খেলা পানামার অবস্থান ছিলো ১২১ অথচ আজ বাংলাদেশের ফুটবল পতনের দ্বারপ্রান্ত তে পৌচ্ছে গেছে বর্তমানে আমাদের অবস্থান একেবারে নিম্ন ১৯৭ তম।
 যদি সরকারের আন্তরিক প্রচেষ্টা আর ফুটবলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা অগ্রসর হন তবে হয়তো একদিন আমাদের পতাকাও উড়বে এই আসরে।
তবে এই খারাপ খবর গুলোর মাঝেও একটি আশার আলো আছে তা হলো আমাদের নারী ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যগুলো।তারা যথেষ্ট অগ্রসর হয়েছে তাই আশা করা হচ্ছে অতী শীঘ্রই হয়তো তারাও নারী বিশ্বকাপের ময়দানে পা রাখবে।
তবুও আনন্দ যে হয়তো তাদের হাত দিয়ে একদিন বাংলাদেশে বিশ্বকাপ আসবে।হয়তো সেদিন বাংলার ঘরে ঘরে আওয়াজ উঠবে বাংলাদেশ বাংলাদেশ আর বাংলার আকাশ ভরে উঠবে লাল সবুজের পতাকায়।
বিশ্বকাপ ফুটবল এবং বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল এবং বাংলাদেশ Reviewed by সম্পাদক on শনিবার, জুলাই ১৪, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.