-->

আজ আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন৷

আজ জন্মদিন অনুষ্ঠানে তিনি

শিশু-কিশোর২৪ডেস্ক:
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন আজ। এই বছর তিনি ৭৯ বছর শেষ করে ৮০ বছরে পদার্পণ করলেন।
 
এ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টিবৃন্দ ড. মাহবুব জামিল, অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার এবং বিশিষ্ট সমাজসেবক মনসুর আহমেদ চৌধুরী।

 

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুর নূর তুষার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখী সচিব ও কবি কামাল চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন সচিব ও কবি আবদুস সামাদ। এছাড়াও কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির সদস্য, লেখক-সাহিত্যিক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন স্তরের লোকজন এসেছিলেন প্রিয় স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
 
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আজ ভালো লাগছে আমি কিছু কিছু ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পেরেছি। যারা সমাজের উপকারে লাগে। শৈশবে আমি এই স্বপ্ন দেখতাম কিভাবে মানুষের উপকার করা যায়। জীবনকে স্বার্থক করে তোলার জন্য তিনি ভালো কাজের গুরুত্ব দেন।
 
তিনি আরো বলেন, জীবনে বিশ্বাস রাখা জরুরি। যে জীবনে বিশ্বাস থাকে না, সে জীবন অর্থহীন। আগত সকল ধন্যবাদ জানিয়ে স্যার তার বক্তব্য শেষ করেন।
 
 
সূত্র: ইত্তেফাক অনলাইন
আজ আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন৷ আজ আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের জন্মদিন৷ Reviewed by সম্পাদক on বুধবার, জুলাই ২৫, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.