-->

গণিত অলিম্পিয়াড ৷


নুজহাত হাসিন অংকন,( ঠাকুরগাঁও):

গণিত!খোঁজ নিলেই বের হয়ে আসবে এমন অনেক শিক্ষার্থী যাদের আতঙ্কের নাম এই গণিত।
গণিতের ভেতর এমন কিছু বের হয়ে আসে যেটার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না আমাদের।অথচ আমাদের দেশে ছাত্র ছাত্রীদের আদিকাল থেকেই বলে আসা হচ্ছে গণিত হচ্ছে রসকষহীন একটা বিষয়!একটি মুখস্থ করে আসতে হয় এবং উগলে দিয়ে আসতে হয়।গণিতের শিক্ষক যেইভাবে গণিত শিখিয়েছেন সেইভাবেই লিখে আসতে হবে,কাজেই নিজের নিয়মে করা যাবে না।কেউ যদি নিজের নিয়মে লিখে আসতে চায় তাহলে বড় বড় গোল্লা।আর এইসব কথা শুনে শিক্ষার্থীরা বড় বড় দীর্ঘশ্বাস ফেলে।প্রশ্ন একটু ক্রিটিকাল করা হলেই পরীক্ষা হলে হইতো ডাগর ডাগর চোখে দেখা ছাড়া আর কিছুই করার নেই।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত দল৷

তবে,আমাদের দেশে গণিত অলিম্পিয়াড নামে বিশাল দক্ষযজ্ঞ শুরু হয়েছে ইতোমধ্যে।এরপর থেকে গণিত নামক বিষয়টি থেকে আমাদের দুঃখ একটু হলেও কমেছে।দেশের সব ছেলে মেয়েকেই এই আনন্দময় প্রতিযোগীতায় দেখা না গেলেও অনেক ছেলে মেয়েই এখানে পিছিয়ে নেই।যারা যারাগণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে বা অংশগ্রহণ করতে পেরেছে তারাই অনন্ত এই এই রহস্যময় গণিতের মধ্যে উঁকি দিতে পেরেছে।এই বছর আমরা প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছি,কেউ অস্বীকার করতে পারবে না এইটা আমাদের দেশের জন্য একটি বড় অর্জন নয়।আর একটা সময় ছিল যখন মোটামোটি সব দেশ থেকেই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতো কিন্তু আমাদের দেশ থেকে করতো না আর আজ তো আমাদের কাজে স্বর্ণ পদকও রয়েছে।যদি এইরকম গণিত অলিম্পিয়াডে আমাদের দেশের সকল ছাত্রকে উৎসাহিত করা হয় তবে দেশের জন্য নিশ্চয় ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাংলাদেশকেও বিশ্ব দরবারের সামনে নিয়ে যাওয়া কষ্টকর ব্যাপার হবে না৷
গণিত অলিম্পিয়াড ৷ গণিত অলিম্পিয়াড ৷ Reviewed by সম্পাদক on রবিবার, জুলাই ২২, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.