-->

জীবন মানে কি শুধুই জিপিএ-৫?


ঈশা আল মাহিয়ান,(রংপুর):

একটি খারাপ রেজাল্ট মানেই কি জীবন শেষ? একটি খারাপ রেজাল্টই কি মৃত্যুর জন্য যথেষ্ট? একটি পতন মানেই কি জীবনের ইতি? জীবনে আর কিছু করতে পারবে না....এর মানেই কি খারাপ রেজাল্ট?
এই সব গুলো প্রশ্নের উত্তর একটাই। আর সেটি হলো 'না'। জীবন অনেক বড়। একটি পরীক্ষা, একটি খারাপ রেজাল্ট...সবই জীবনের একটি অংশ। কিন্তু এটি জীবন নয়। জীবনটা আসলেই অনেক বড়। তাহলে কেন এত মৃত্যু? কেন এত আত্মহত্যা? কেন এত অবহেলা?...প্রতি বছর পাবলিক পরীক্ষার রেজাল্ট এর সময় আমরা শুনি অনেক আত্মহত্যার খবর।অসংখ্য মৃত্যুর খবর।
আসলে এটা বাংলাদেশ। আসলে এখানে জীবনের থেকে GPA টাকে বেশি মূল্যায়ন করা হয়।একটি GPA ই যেন জীবনের সব।যার ফলাফল প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীর আত্মহত্যা। এবারেও শুনলাম অনেক শিক্ষার্থীর মৃত্যুর খবর। এভাবেই কি চলতে থাকবে আমাদের দেশ?এভাবেই কি অকাল মৃত্যু হবে হাজারো শিক্ষার্থীর? একেই আটকানো কখনোই সম্ভব নয়? হয়ত সম্ভব।
এজন্য প্রয়োজন দৃষ্টির পরিবর্তন। জীবন তো এখানেই শেষ নয়।আপনি একটা জায়গায় হেরে গেছেন ঠিকই কিন্তু পরের জায়গায় আপনি হয়ত জিতবেন।আপনি একটা জায়গায় পেলেন না...কিন্তু আপনার জন্য তো হাজারটা পথ রয়েছে।তাই এগিয়ে যান। আপনি পারবেন। পারবেনই আপনি।মৃত্যু কখনো কোন কিছুর সমাধান নয়।চলেন না বদলাই আমাদের দৃষ্টিটা। বড় করে দেখি জীবনটাকে।হয়ত আটকাতে পারব এই অকাল মৃত্যুগুলোকে। GPA সব নয়। জীবনটা এর চেয়ে অনেক বড়। চলেন না,চেষ্টা করে দেখি জীবনটাকে বদলানো যায় কি না? হয়ত যাবে।তাই যাদের PEC,JSC,SSC,HSC রেজাল্ট খারাপ হয়ে গেছে, থামবেন না।এগিয়ে যান। আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে।জয় আপনার হবেই।
জীবন মানে কি শুধুই জিপিএ-৫? জীবন মানে কি শুধুই জিপিএ-৫? Reviewed by সম্পাদক on শনিবার, জুলাই ২১, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.