শিশু-কিশোর২৪ডেস্ক:
ফলাফলে দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ২২৯৭জন,পাশের হার ৬০ দশমিক ২১%,পাশ নেই ১২কলেজে,বোর্ড সেরা রংপুর জেলাt
আজ বৃহস্পতিবার দেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পাশের হার ৬০ দশমিক ২১ ভাগ। এই বোর্ড থেকে মোট জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রী’র সংখ্যা হচেছ ২২৯৭ জন। এর মধ্যে ছাত্র ১৩৪৪ জন ও ছাত্রী ৯৫৩ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩ কলেজের মধ্যে একজন পাশ করেনি এমন কলেজের সংখ্যা ১২ টি এবং শতকরা পাশ কলেজের সংখ্যা ১৪টি।
এবার রেজিষ্ট্রেশনকৃত এক লক্ষ ২১ হাজার ৩৩৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে অংশগ্রহন করেছিল এক লক্ষ ১৯ হাজার ৫০৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭১ হাজার ৯৫১ জন৷
বোর্ডে মেয়েদের পাশের হার ৬৪ দশমিক ৫১ এবং ছেলেদের ৫৭ দশমিক ২২। পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ তে ছেলেরা এগিয়ে রয়েছে।
বোর্ডের অধীনে ৮টি জেলার মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে রংপুর জেলা
দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ ২২৯৭জন,পাশের হার ৬০ দশমিক ২১%
Reviewed by সম্পাদক
on
বৃহস্পতিবার, জুলাই ১৯, ২০১৮
Rating: