বিশেষ প্রতিনিধি,(কুড়িগ্রাম):
আমরা শিশুর পাশে রবো মলিন মুখের হাসি হবো -শ্লোগানে শিশুর-কিশোর ও তারুন্যের জাতীয় পত্রিকা হাতেখড়ি’র শিশুদের ঈদ উৎসব-২০১৮ ।৩য় বারের মতো এই আয়োজন করে হাতেখড়ি। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটাতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নতুন পোশাক বিতরণ করা হয় শিশু উৎসবে।
ঈদকে সামনে রেখে অনেকে ঈদের কেনাকাটা শুরু হয় রোজার প্রথম দিন থেকেই। শহরের অলিতে গলিতে বেড়ে ওঠা অসংখ্য শিশুর গায়ে ওঠেনা ঈদের নতুন পোশাক। হাতেখড়ি এরকম অসংখ্যার জন্য ঈদে নতুন পোশাক বিতরণ করে শিশুদের ঈদ উৎসব আয়োজনে। ঢাকাস্থ হাতেখড়ি’র স্বেচ্ছাসেবকরা তহবিল গঠন করে শিশুদের জন্য নতুন পোশাক বিতরণ করে আসছে ২০১৬ সাল থেকে।
ঈদের এই আনন্দের ছোঁয়া কুড়িগ্রামের পাশাপাশি গত ১১ জুন ঢাকায় বিতরন করা হয় ।কুড়িগ্রামের শিশুরা২য় বারের মতো পেলো হাতেখড়ি’র এই নতুন পোশাক।
কুড়িগ্রামে শিশুদের মাঝে পোশাক বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন ,কুড়িগ্রামের প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহবুদ্দিন,সাংবাদিক সফি খান নিউজ টুয়েন্টিফোর টিভির সাংবাদিক জহির রায়হান জুয়েল,হাতেখড়ি’র রংপুর বিভাগীয় সমন্বয়ক সুজন মোহন্ত ,নিউজ এরুম এডিটর আরিয়ান হাবিব,কুড়িগ্রাম প্রতিনিধি তালাত মাহমুদ,খালিদ আহম্মেদ রাজা ও তাসলিমা আক্তার বৈশাখী ।
শুক্রবার বেলা ১১টায় কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি মাঠে,এবারের ঈদ উৎসবে কুড়িগ্রামের চরে বসবাসরত ২১ জন শিশুদের দেয়া হয় ঈদের নতুন পোশাক ।
উল্লেখ্য যে, হাতেখড়ি শিশু-কিশোর পত্রিকা হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। যার ভেতর দিয়ে শিশুদের বৃদ্ধিদীপ্ত মেধার পরিচয় ঘটে। ২০১৬ সালে শুরু হওয়া শিশুদের ঈদ উৎসবের এটি ছিল ৩য় বারের মতো আয়োজন।
কুড়িগ্রামে হাতেখড়ি'র ঈদ বস্ত্র বিতরণ।
Reviewed by প্রকাশক
on
শনিবার, জুন ১৬, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: