-->

সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান করল আলোর পথে


নিজস্ব প্রতিবেদকঃ


সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা এবং সেমাই-চিনি প্রদান করেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ”আলোর পথে”।

আজ ১১ই জুন,২০১৮ ;সোমবার বিকাল ৩ টায় কারমাইকেল কলেজ প্রাঙ্গণে রেলওয়ে বস্তির ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে উপΖিত ছিল আলোর পথের কর্মী ও সদস্যবৃন্দ।

ঈদ উপহার পেয়ে খুশি এসব সুবিধা বঞ্চিত শিশু। অনুভূতি প্রকাশ করতে গিয়ে  জাহিদ নামে এক শিশু বলে,”আমার এবার নতুন জামা দিয়ে ঈদ হবে,আমি অনেক আনন্দিত।"


এসময় "আলোর পথে"র সভাপতি দশম শ্রেণির শিক্ষার্থী মো তাসকিনুল হাসান বলেন,"আমরা সুবিধা বঞ্চিত শিশুদের সামান্য কিছু উপহার তুলে দিতে পেয়ে খুব খুশি। আমাদের মতো সবাই এগিয়ে আসলে এসব শিশু আমাদের দেশ গড়ায় সমান ভূমিকা রাখবে।"

উল্লেখ্য যে,এসব শিশুদের পড়ালেখার দায়িত্ব নিয়েছে "অপরাজিত আলোর মিছিল" সংগঠন। অনুষ্ঠানে সংগঠনটির কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল শিশু-কিশোরদের অনলাইন পত্রিকা "শিশু-কিশোর২৪.কম"।

সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান করল আলোর পথে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান করল আলোর পথে Reviewed by প্রকাশক on সোমবার, জুন ১১, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.