-->

মাদকে জড়াচ্ছে শিশুরা - আছে প্রতিকার



ফারহান আহমেদ ফাহিম,(রংপুর):

একটি শিশু যখন জন্ম নেয় তখন সে তাঁর পরিবারের কাছ থেকে সব শেখে। তারপর যখন বড় হয় তখন সমাজ ও বন্ধুদের কাছ থেকে শেখে।

শিশুরা সাধারণত অনুকরণ প্রিয়। তাঁরা বড়দের অনুকরণ করতে ভালোবাসে। পরিবারে যদি কেউ মাদক নেয় তাহলে শিশুটির ও মাদক নেয়ার আশংকা থেকে যায়।
 শিশুরা বেশিরভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটায়! এইসময় খারাপ বন্ধুর পাল্লায় পড়লে মাদক গ্রহনের আশংকা বেড়ে যায়।

 পারিবারিক কহল জনিত একটা ব্যাপারো থেকে যায় যার ফলে শিশুরা একাকিত্বে ভোগে। পরিবারের কাছে থেকে সময় পায় না। এর ফলে শিশুরা মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে! আমাদের দেশের অধিকাংশ শিশুরাই পারিবরিক কলহজনিত কারণে মাদকের প্রতি আকৃষ্ট হয়।


তাই শিশুদের মাদক থেকে দূরে রাখতে হলে পরিবারকে এগিয়ে আসতে হবে। বাবা মাকে তাঁর সন্তানের বন্ধু হতে হবে। কোনটা ভাল কোনটা খারাপ তা শেখাতে হবে।সবসময় সন্তানের খেয়াল রাখতে হবে। কার সাথে মিশতেছে কার সাথে কি করতেছে তা দেখতে হবে। পরিবারে নেশাজাতীয় কোন জিনিস সেবন করা যাবে।
 সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হবে এবং সময় দিতে হবে।

শিশুদের জন্য বিনোদনের ব্যাবস্থা করতে হবে।খেলাধুলার ব্যাবস্থা করতে হবে।
যাতে তাঁরা কোনভাবেই মাদকের দিকে না ঝুঁকে না পড়ে! মাদকের কুফল সম্পর্কে বাবামাকে জানতে হবে এবং মাদক যে খারাপ তা তাঁর সন্তানকে বোঝাতে হবে!

সর্বোপরি পরিবারকেই সচেতন থাকতে হবে!

 এইসব পদক্ষেপ গ্রহন করা হলে দেশে শিশুদের মাদক গ্রহনের হার একেবারে কমে আসবে বলে আশা করা যায়!

মাদকে জড়াচ্ছে শিশুরা - আছে প্রতিকার মাদকে জড়াচ্ছে শিশুরা - আছে প্রতিকার Reviewed by প্রকাশক on বৃহস্পতিবার, জুন ২১, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.