শিশু-কিশোর২৪ ডেস্ক:
২০১৭-১৮ অর্থবছরের বাজেটের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে নির্বাচিত ১৫টি মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ। একই সময়ে শিশুকেন্দ্রিক বাজেট ৫৫ হাজার ৯৯০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৬৫০ কোটি টাকা। প্রবৃদ্ধির হিসেবে যা ১৭ দশমিক ৪ শতাংশ।
বৃহস্পতিবার দশম সংসদের ২১তম অধিবেশন বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শিশুকেন্দ্রিক বাজেট বক্তব্যে তিনি বলেন, যেহেতু মন্ত্রণালয়গুলোর সার্বিক বরাদ্দের প্রবৃত্তির চেয়ে শিশুকেন্দ্রিক কার্যক্রমের বরাদ্দের প্রবৃত্তি বেশি তাই বোঝা যাচ্ছে যে, শিশুকেন্দ্রিক প্রকল্প বাস্তবায়নের মন্ত্রণালয় বিগত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে নির্বাচিত মন্ত্রণালয়গুলোর মোট বাজেটের অনুপাতে শিশুর সংবেদনশীল বরাদ্দ ও বিগত অর্থবছরের ৪১ দশমিক ৪ শতাংশ হতে ২০১৮-১৯ অর্থবছরে ৪৩ দশুমক ৬ শতাংশে বেড়েছে। পাশাপাশি সরকারের মোট বাজেটের শিশুকেন্দ্রিক বাজেটের হিস্যা কিছুটা বেড়েছে। ২০১৭-১৮ সালে যা ছিল ১৩ দশমিক ৯৭ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৩ শতাংশ।
তিনি বলেন, সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হচ্ছে, জিডিপির অনুপাতে শিশুকেন্দ্রিক কার্যক্রমে বাজেট বরাদ্দের হার গত এক বছরে ২ দশমিক ৫০ শতাংশ থেকে কিছুটা বেড়ে ২ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।
সূত্র: রাইজিং বিডি
২০১৮-১৯ অর্থবছরে শিশু বাজেট বেড়েছে।
Reviewed by Md. Ahosan Habib Maruf
on
শুক্রবার, জুন ০৮, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: