সাবিনা ইয়াসমিন জুই,(রংপুর):
ঈদ স্পেশাল বলতে আমার জীবনে কিছু নেই,যা আছে তা সব বিষন্নতার।সেবার আমি ক্লাস ফাইভে কি সিক্সএ পড়ি ঈদ আনন্দ বলতে বুঝি-নতুন জামা,জুতা।ছোটোবেলার কোনো ঈদেই আমাদের চার ভাইবোনের নতুন জামাকাপড় হতোনা।হবেইবা কেমনে বাবা কোনো কাজ করতনা।তিনি থাকা আর না থাকা সমান ছিল আমাদের কাছে তাই মা কেই বলতাম মা এবার ঈদে কিন্তূ আমার জামা চাই চাই?মা কিসের জোড়েযে হাসিহাসি মুখে বলতে পারত হবে আগে ঈদটা আসতে দে।মায়ের র্নিরভারতা 'হবে' এই কথাটা আমি এখনো বুঝিনা কিভাবে পারে?যাই হোক ঈদের দিন মা সকাল সকাল ঘুম থেকে তুলে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দ্যায় মানে আমার সেই কাংখিত "খয়েরি জামা" নতুন জামা পরে এতোটাই খুশিযে সারাদিন খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম।পরে জেনেছিলাম আমার সেই ফ্রক মায়ের প্যাটিকোটের কাপড়!আমি জানি মা তুমি শিক্ষীতনা আমার স্যরির মানে বুজবেনা*আজ আর একবার বলবো মা আর একটু কষ্টকর আমি তোমাদের মুখে ঠিক হাসি ফোটাব। ক্ষমাকর মা তোমার কষ্টের জন্য॥
#অণুগল্প
খয়েরি ফ্রক
Reviewed by প্রকাশক
on
শনিবার, জুন ১৬, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: