-->

কোথায় তুমি বাবা?





মোঃ তৌকির আব্দুল্লাহ, (বদরগঞ্জ)


আমি যখন অনেক ছোটো,ঠিক মতো কথা বলতে পারি না।তখন আমার বাবা মারা যান।
আমার মনে নেই আমার বাবা কেমন ছিল।সবাই বলে আমার বাবা খুব ভালো লোক
ছিলেন।আমি কোনো দিন বাবা কে প্রান খুলে ডাকতে পারি নাই। আচ্ছা আমি বাবা
কে কি বলে ডাকতাম - বাবা,আব্বু নাকি আব্বা। যাক সেসব কথা, আমার সব বন্ধুর
বাবা আছে।শুধু আমারই নেই।ওদের বাবা ওদের কত আদর করে।আমি শুধু ভাবি আমার
বাবা থাকলে এর চেয়ে বেশী আদর করত। মাঝে মাঝে আমি আড়ালে কাঁদি যেন মা না
দেখে।মা দেখলে খুব কষ্ট পাবে। মা আমাকে খুব আদর করে।আমার সব ইচ্ছা পূরন
করার চেষ্টা করে। তবুও মনের এক কোন বাবার জন্য কাঁদে।চিৎকার করে বলতে
ইচ্ছা হয়,"বাবা কোথায় তুমি?আই মিস ইউ বাবা"




ছবি সূত্রঃ সংগৃহীত
কোথায় তুমি বাবা? কোথায় তুমি বাবা? Reviewed by author1 on সোমবার, জুন ০৪, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.